বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন জেমস প্যামেন্ট। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন এই কোচ। তার সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। এর আগে, আইপিএলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্যামেন্টের।

এর আগে গত জানুয়ারির মাঝামাঝিতে নিক পোথাসের পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের পদটি খালিই ছিল। আড়াই মাসেরও বেশি সময় পর সেই শূন্য পদ পূরণ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

৫৬ বছর বয়সী প্যামেন্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও বসবাস করেছেন নিউজিল্যান্ডে। সেখানেই অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন।

সম্প্রতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন প্যামেন্ট। সেখানে তার বিশেষ দায়িত্ব ছিল ফিল্ডিং ও রানিং বিটউইন দ্য উইকেটস। ২০১৮ সাল থেকেই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজ করছিলেন তিনি।

এছাড়াও নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন প্যামেন্ট। নিউজিল্যান্ড ক্রিকেটের হাই-পারফরম্যান্স কোচ হিসেবে জাতীয় দল, নিউজিল্যান্ড এ এবং অনূর্ধ্ব-১৯ দলের জন্য ফিল্ডিং রিসোর্স কোচ ও স্পেশালিস্ট টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে নিউজিল্যান্ড জাতীয় দলের ডাগআউটে সহকারী কোচ হিসেবে ছিলেন প্যামেন্ট। যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার।

বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে প্যামেন্ট বলেছেন, ‘অত্যন্ত প্রতিভাবান একটি দলের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে যোগ দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here