ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পশ্চিমতীরে ধর্মঘট

0

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিরা সাধারণ ধর্মঘট পালন করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সোমবারের ধর্মঘটে ব্যবসা-বাণিজ্য বন্ধ এবং জনসাধারণের বিক্ষোভ অন্তর্ভুক্ত ছিল। উপকূলীয় গাজা অঞ্চলের সাথে সংহতি প্রকাশ করে পশ্চিত তীরও তাই ধর্মঘটে নেমেছে। 

অধিকৃত ভূখণ্ডে আল-কুদস, রামাল্লাহ শহর, উত্তরাঞ্চলীয় শহর নাবলুস ও তুলকারাম এবং কেন্দ্রীয় শহর আল-বিরেহসহ অন্যান্য স্থানে এই ধর্মঘট পালন করা হচ্ছে।

গত মাসে গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল তীব্র হামলা শুরু করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন এবং লক্ষাধিক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হন। বিশ্বজুড়ে বিক্ষোভকারীরা এসব হামলার তীব্র নিন্দা জানান।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলছে।

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here