নাম তার আরাধ্যা বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া বচ্চনের কন্যা। বিগ বস অমিতাভ বচ্চনের নাতনি। মাত্র ১১ বছর বয়স তার। কৈশোরেও এখনও পা রাখেনি সে। তার আগেই আদালতে পা রাখল আরাধ্যা। কিন্তু কেন এত বড় পদক্ষেপ?
জানা গেছে, এক ইউটিউব চ্যানেলে তার স্বাস্থ্য সম্পর্কে ভুয়া খবর প্রচার করা হয়েছে। সেই চ্যানেলের বিরুদ্ধেই নালিশ ঠুকেছে আরাধ্যা। তার অভিযোগের ভিত্তিতে দিল্লি হাই কোর্টে উঠেছে সেই মামলা। আগামী ২০ এপ্রিল শুনানির দিন ধার্য রয়েছে।
এর আগে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কারণে ট্রোলিংয়ের শিকার হয়েছে আরাধ্যা। বাবা হিসেবে বারবার এ রকম ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন অভিষেক বচ্চন। তবে, এই প্রথম নিজে কোনও পদক্ষেপ নিল আরাধ্যা। আগামী ২০ এপ্রিল দিল্লি হাই কোর্টে শুনানি রয়েছে আরাধ্যার দায়ের করা মামলার। আপাতত দিল্লি হাই কোর্টের সেই রায়ের দিকে নজর সবার।