জেলেনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত

0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিগে শুক্রবার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৯ শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে। 

শহরের সামরিক প্রশাসনের প্রধানের মতে, ক্ষেপণাস্ত্রটি শিশুদের খেলার মাঠের কাছে একটি আবাসিক এলাকায় আঘাত হানে এবং দুই ডজনেরও বেশি আহত হয়। কিয়েভ থেকে এএফপি আজ এই খবর জানায়।

সোশ্যাল মিডিয়ায় যাচাই না করা ভিডিওতে দেখা গেছে, একটি রাস্তায় মৃতদেহ পড়ে আছে। অন্য একটিতে সন্ধ্যার আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

দিনিপ্রোপেট্রোভস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই লিসাক টেলিগ্রামে বলেছেন, ‘ক্রিভি রিগে রাশিয়ানরা যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তখন হামলায় ১৮জন লোক নিহত হয়েছে। তাদের মধ্যে নয়জন শিশু ছিল। এছাড়া হামলায় ৬১ জন আহত হয়েছেন, যার মধ্যে ১২ জন শিশু।

উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের দ্রুত অবসানের জন্য জোর দিয়ে আসছেন। কিন্তু উভয় পক্ষের সাথে আলোচনা সত্ত্বেও তার প্রশাসন যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। -বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here