জরিমানায় খেলার অনুমতি মিলল এমবাপে-রুডিগারদের, রিয়ালের স্বস্তি

0

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ডার্বি জয়ের উল্লাসে মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন কয়েকজন রিয়াল খেলোয়াড়। প্রতিপক্ষ সমর্থকদের অসম্মান করার অভিযোগ ওঠে কিলিয়ান এমবাপে, আন্টোনিও রুডিগার, দানি সেবায়োস ও ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে রুডিগারকে ৪০ হাজার ইউরো, এমবাপেকে ৩০ হাজার ইউরো এবং সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। বাংলাদেশি মুদ্রায় যা মোট প্রায় এক কোটি ২০ লাখ টাকার সমান।

তবে একই অভিযোগ উঠলেও রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

শুধু জরিমানাই নয়, এমবাপে ও রুডিগারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছে। যদিও সেই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। উয়েফার সিদ্ধান্ত অনুযায়ী, এক বছরের মধ্যে যেকোনো সময় তারা শাস্তিভোগ করবেন, অর্থাৎ চলতি মৌসুমের গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে তাদের খেলা আটকে যাচ্ছে না।

৯ এপ্রিল বাংলাদেশ সময় রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞার শঙ্কা থাকলেও এই চার ফুটবলারের সবাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন, যা রিয়াল শিবিরে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here