ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র

0

ঈদের ছুটিতেও বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র সেবা দিয়েছে। এ ছাড়াও এই কেন্দ্রের অধীনে অন্যান্য সেবা কেন্দ্রগুলোও ঈদের ছুটিতেও সেবা অব্যাহত রেখেছে। ছুটির সময় সেবা পেয়ে খুশি গর্ভবতী মা ও তাঁদের পরিবার।

জানা গেছে, বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠান ঈদের ছুটির মধ্যেও সেবা দিয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত এসব কেন্দ্র থেকে ১৫ জনকে প্রসব সেবা, ৮৭ জনকে প্রসবপূর্ব সেবা (ANC), ৩৯ জনকে প্রসবোত্তর সেবা (PNC), ১২৯ জন শিশুকে চিকিৎসা এবং ২৩৭ জন সাধারণ রোগীকে সেবা প্রদান করা হয়েছে। এ ছাড়া, পরিবার পরিকল্পনা বিষয়ক সেবাও প্রদান করা হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ঈদের ছুটিতেও চালু ছিল বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগ। এই বিভাগের অধীনে সেবা পেয়ে খুশি গর্ভবতী মা ও তাঁদের পরিবার। তাঁরা এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র জানান, জেলা ও উপজেলা কর্মকর্তাদের তদারকিতে মাঠপর্যায়ের কর্মচারীরা ঈদের ছুটিতেও সেবাদান কার্যক্রম অব্যাহত রেখেছেন। ছুটির মধ্যেও সেবা পেয়ে সন্তুষ্ট রোগীরা। পরিবার পরিকল্পনা বিভাগের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here