নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই পাকিস্তান হারে বড় ব্যবধানে। সেই হতাশার সঙ্গে দুই ম্যাচেই তাদের পেতে হলো শাস্তি।
দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই কারণে প্রথম ওয়ানডেতে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছিল তাদের।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হ্যামিল্টনে বুধবার (২ এপ্রিল) দ্বিতীয় ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান।
আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। দায় স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন রিজওয়ান, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
গত চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও মন্থর ওভার রেটের জন্য পাকিস্তানকে জরিমানা করা হয়েছিল, সেই ম্যাচও ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে টানা তিন ও নিজেদের ফল হওয়া সবশেষ চার ওয়ানডের তিনটিতেই এই তেতো অভিজ্ঞতা হলো পাকিস্তানের।
নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে ৭৩ ও দ্বিতীয়টিতে ৮৪ রানে হারা পাকিস্তান শনিবার (৫ এপ্রিল) শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে।
আইপিএল ও অন্যান্য কারণে নিয়মিত ক্রিকেটারদের অনেককে ছাড়াই খেলছে নিউজিল্যান্ড। এই সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান।