ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭

0

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্রসহ ৭ তরুণ-যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার দিবাগত মধ্যরাতে জেলার সিরাজদীখান উপজেলার চিত্রকোটের তুলসীখালি সেতুর নীচে ধলেশ্বরীতে অভিযান চালায় সেনাবাহিনী। 

এ সময় ১২-১৪টি রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক, ছোরা উদ্ধারসহ ৭ জনকে গ্রেপ্তার কআ হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, কেরানীগঞ্জ উপজেলা মুগারচর গ্রামের মো. হাশেম শেখ (২৭), নবাবগঞ্জ উপজেলার দঁড়িকান্দি গ্রামের আরাফাত বেপারী (১৯), কৈলাল গ্রামের সোহাগ মোল্লা (২০), ফাহিম মোল্লা (১৯), একই উপজেলার দৌলতপুর গ্রামের মোহাম্মদ শেখ (১৮), মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার গোয়ালখালি গ্রামের আহাদ আলী (১৮) ও একই উপজেলার ঢাকেরহাটি গ্রামের সিয়াম আলী (১৮)।

জেলার সিরাজদীখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ধলেশ্বরী নদীর তুলসীখালি সেতুর নীচে মধ্যরাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করে। পরে আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের সিরাজদীখান থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here