রাশিয়ায় আটক মার্কিন সাংবাদিক ইভান গের্শকোভিচ বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত তাকে বন্দিদশা থেকে মুক্তি দেয়ার যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত।
গতকাল মঙ্গলবার ওই মার্কিন সাংবাদিক তাকে বিচারের শুনানির আগ পর্যন্ত জামিনে মুক্তি দেয়ার আবেদন জানাতে আদালতে হাজির হন। কিন্তু আদালত তার আবেদন নামঞ্জুর করে আগামী ২৯ মে পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষ চাইলে এই আটকাদেশের মেয়াদ বাড়াতে পারবে।
ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে নিয়োগ করা আইনজীবীরা ৪,৯০,০০০ পাউন্ড জামিনের বিনিময়ে তাকে মুক্তি দেয়া কিংবা তাকে গৃহবন্দি রাখার আবেদন জানিয়েছিলেন। মার্কিন সাংবাদিকের আইনজীবী তাতিয়ানা নোঝকিনা তার মক্কেলকে নির্দোষ দাবি করেছেন।
মার্কিন সরকার এবং ওয়াল স্ট্রিট জার্নাল উভয়ে গের্শকোভিচের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে। মস্কোর লেফোরতোভো কারাগারে ওই মার্কিন সাংবাদিককে আটক রাখা হয়েছে।
সূত্র : এপি।