নারায়ণগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

0

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্ত্রী, সন্তান ও পুত্রবধূ মিলে কবির হোসেন (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে। রবিবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকা রাস্তা পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় তার নিজ বাড়ীতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত কবির উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের মৃত আঃ হাসিমের ছেলে। 
স্থানীয় সূত্রে জানা যায়, কবির হোসেন  প্রথম স্ত্রী রেখে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী মাজেদা তার ছেলে সজীব সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সকালে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হলে একপর্যায়ে সজীব ও তার মা  লাঠি দিয়ে পিটিয়ে কবিরকে হত্যা করেন। পরে তার লাশ বাড়ী থেকে ৩ কিলোমিটার দুরে বিশনন্দীর চালক চর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে আসে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা তার প্রথম স্ত্রী মাজেদা ও পুত্রবধু তানহাকে আটক করা হয়েছে। সেই সাথে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here