উত্তেজনা বাড়িয়ে এবার ‘গুপ্তচর স্যাটেলাইট’ উৎক্ষেপণের নির্দেশ কিমের

0

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, তার দেশ প্রথম সামরিক গুপ্তচর স্যাটেলাইট তৈরি করেছে এবং কর্মকর্তাদের তাড়াতাড়ি স্যাটেলাইটটি উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

পিয়ংইয়ং কঠিন জ্বালানি চালিত একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানানোর এক সপ্তাহ পর এ গুপ্তচর স্যাটেলাইট তৈরির কাজ শেষ করার খবর আসলো। আর এটি তাদের নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। 

মঙ্গলবার উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শনকালে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন কক্ষপথে কয়েকটি গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে স্টাফদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ছবিতে দেখা যায়, কিম তার মেয়েকে নিয়ে মহাকাশ সংস্থা পরিদর্শন করছেন। ২০২১ সালে কিমের দিকনির্দেশনা দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পগুলোর অন্যতম ছিল একটি সামরিক গুপ্তচর স্যাটেলাইট নির্মাণ। -বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here