বাতাসে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে : নিখিল

0

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন আত্মমর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতার কঠিন সংগ্রামে বীর দর্পে এগিয়ে চলেছে, সেই মুহূর্তে বাতাসে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে। 

বুধবার ঢাকা-১৪ আসনের অন্তর্গত ৯ নং ওয়ার্ডের নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার শাড়ি ও লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নিখিল। 

তিনি বলেন, রাজনীতিবিদ এবং রাজনীতিকে খাটো করে বিতর্কিত করে আবারও সেই বিরাজনীতিকরণের অশুভ শক্তি নানানভাবে সক্রিয় হয়েছে। আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা ঐক্যবদ্ধ আছি এবং শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়েই যাবো। 

শেখ হাসিনার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে উপস্থিত জনসাধারণকে ঢাকা-১৪ আসনে নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান নিখিল। 

০৯ নং ওয়ার্ডে যুবলীগের সভাপতি নাসির উদ্দিন খান এর সভাপতিত্বে ও ০৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আসরাফ ইফতেখার, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি হাজী জলিলুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সহ -সভাপতি ডা. আলেয়া খাতুন, মোটরচালক লীগের সভাপতি, মো. আলী হোসেন, বাংলা কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম শান্ত সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here