আশুলিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

রাউফুর রহমান পরাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা কমিটির উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেষ্টুরেন্টে এই আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামায়াতের আশুলিয়া থানা আমির অধ্যক্ষ মো. বশির আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল হোসাইন মীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মো. শহিদুল ইসলাম ও রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি মো. হাসান মাহমুদ মাষ্টার। এছাড়া সংগঠনটির সাভার ও আশুলিয়া অঞ্চলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here