দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন নেইমার

0

গত ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে একটি ম্যাচে চোট পান ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার।

তারপর বাকি মৌসুমের জন্য তাকে ফুটবল মাঠের বাইরে চলে যেতে হয়। ক্ষতস্থানে দোহায় অস্ত্রোপচার করানোর পর এখন চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। এরই মধ্যে একটা সুখবর দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন তিনি।

ব্রুনা মোট পাঁচটি ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, নীল শর্টস ও ক্রিম রংয়ের টি-শার্ট পরা নেইমার তার প্রেমিকা ব্রুনার ‘বেবি বাম্প’-এ চুমু খাচ্ছেন। এমন কিছু ছবির সঙ্গে ক্যাপশনে মা হতে যাওয়ার সুখবরটি পর্তুগিজ ভাষায় জানান ব্রুনা। ব্রুনার এই পোস্টে নেইমারের ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

ব্রুনার আইডি থেকে শেয়ার করা ছবিতে তিনি লিখেছেন, ‘আমরা আমাদের ভালোবাসা পূর্ণ করতে তোমার (অনাগত সন্তান) জন্য অপেক্ষা করছি। অনেক পরিকল্পনা সাজানো হয়েছে তোমাকে ঘিরে।’

ব্রুনা আরও লিখেছেন, ‘পুত্র আমার, তোমার জন্য সুন্দর একটি পরিবার অপেক্ষা করছে। যেখানে তোমার ভাই, দাদা-দাদী এবং চাচা-চাচীরা তোমাকে খুব ভালবাসবে। তুমি সুস্থভাবে এসে আমাদের স্বপ্ন পূর্ণ কর।”

জানা গেছে, ২০২১ সাল থেকে ব্রুনার সঙ্গে থাকা শুরু করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। এরপর আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরেই এই সুখবরটি এল। নেইমার ও ব্রুনার জীবনে এটাই হতে যাচ্ছে প্রথম সন্তান।

এর আগে ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথমবারের মতো বাবা হয়েছিলেন নেইমার। তার ছেলের নাম ডেভিড লুকা। নেইমার ও তার সাবেক বান্ধবী ক্যারোলিনা দান্তাসের সন্তান লুকা। সূত্র: পিএসজি টক, স্পোর্টস ব্রিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here