উয়েফার তদন্তের মুখে রিয়ালের চার ফুটবলার

0

রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা। তাদের মধ্যে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র আছেন। এছাড়া ডিফেন্ডার আন্তোনিও রুডিগার ও মিডফিল্ডার দানি সেবায়োসও তদন্তের আওতায় আছেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে উয়েফা।

ঘটনা গত ১২ মার্চের। সেদিন নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে জিতে চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রিয়াল। ম‍্যাচ শেষে ওয়ান্দা মেত্রেপলিতানোয় অ্যাতলেটিকো সমর্থকদের সামনে উদযাপনে মাতেন দলটির খেলোয়াড়রা।

পরে নানা ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদের কয়েকজন খেলোয়াড় নেচে এবং অ্যাতলেটিকো মাদ্রিদ সমর্থকদের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে জয় উদযাপন করছিলেন।

উয়েফা ও রিয়াল মাদ্রিদ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আগামী ৮ এপ্রিল আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তদন্তের ফলে কোনো শাস্তি হলে তা এই ম্যাচের আগে কার্যকর হতে পারে। 

স্প‍্যানিশ গণমাধ‍্যম জানিয়েছে, সে সময়ে রিয়ালের খেলোয়াড়দের আচরণ নিয়ে উয়েফার কাছে অভিযোগ জানায় অ্যাতলেটিকো। তা আমলে নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা বৃহস্পতিবার (২৭ মার্চ) জানিয়েছে, সম্ভাব‍্য অশোভন আচরণের জন‍্য তদন্তের কেন্দ্রে আছেন অ্যান্টোনিও রুডিগার, কিলিয়ান এমবাপ্পে, দানি সেবায়োস ও ভিনিসিউস জুনিয়র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here