জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে তিন ভারতীয় পুলিশসহ নিহত ৬

0

ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের কাথুয়া জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন পুলিশ ও ২ সন্ত্রাসীসহ মোট ছয়জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এখবর জানিয়েছে।  

বন্দুকযুদ্ধের এ ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জঙ্গলের গভীরে প্রবেশ করে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের মুখোমুখি হয়। তিন থেকে চার সন্ত্রাসী এখনও ওই এলাকায় লুকিয়ে আছে। একজন ডেপুটি পুলিশ সুপারসহ পাঁচজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

গত চার দিন ধরে ওই এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে। যার মধ্যে রয়েছে- ভারতীয় সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা গার্ড, সীমান্ত নিরাপত্তা ফোর্স, পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স।

গতকাল বৃহস্পতিবার এসব যৌথ বাহিনীর অভিযানে হেলিকপ্টার, ড্রোন, বুলেটপ্রুফ গাড়ি, স্নাইপার কুকুর ব্যবহার করা হয়। যৌথ বাহিনী একাধিক বক্তিকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে। এছাড়া মঙ্গলবার ওই এলাকা থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here