শার্দুল-পুরানে ভর করে প্রথম জয়ের দেখা পেল লক্ষ্ণৌ

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। এদিন আগে ব্যাট করে ১৯০ রান তোলে হায়দরাবাদ। জবাবে হেসেখেলে লক্ষ্য পেরিয়ে গেছে লক্ষ্ণৌ, তুলে নিয়েছে এবারের আসরে তাদের প্রথম জয়। 

বৃহস্পতিবার ঘরে মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে হায়দরাবাদ।

তাদের শুরুটা তেমন ভালো হয়নি। দলীয় ১৫ রানের মাথায় ৬ বলে ৬ রান করে বিদায় নেন অভিষেক শার্মা। হেড অবশ্য এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন।

গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন তিনে নামা ঈশান কিষাণ। এরপর হেডের সাথে যোগ দেন নিতিশ কুমার রেড্ডি। পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে ৬২ রান তোলে হায়দরাবাদ। 

পরে ২৮ বলে ৪৭ রান করে দলীয় ৭৬ রানের মাথায় বিদায় নেন হেড। সাবলীল ব্যাটিংয়ে এগোচ্ছিলেন রেড্ডি। পাঁচে নেমে ১৭ বলে ২৬ রান করে ফেরেন হেইনরিখ ক্লাসেন।

রেড্ডিও সুবিধা করতে পারেননি বেশিক্ষণ। ২৮ বলে ৩২ রান করে দলের ১২৮ রানের মাথাতে আউট হয়েছেন রেড্ডি। শেষ দিকে ঝড় তোলেন অনিকেত ভার্মা। মারমুখি ব্যাটিংয়ে বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে রান তুলেছেন অনিকেত। ১৩ বলে ৩৬ রানের ক্যামিও খেলেন তিনি। এছাড়া ৪ বলে ১৮ রান করেছেন অধিনায়ক প্যাট কামিন্স। ১১ বলে ১২ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন হার্শাল প্যাটেল। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের পুঁজি দাঁড় করায় সানরাইজার্স হায়দরাবাদ।

লক্ষ্ণৌর হয়ে ৪ উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। একটি করে উইকেট ঝুলিতে তোলেন আবেশ খান, ডিগবেশ রাঠি, রবি বিষ্ণই ও প্রিন্স যাদব।

জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেয়েছে লক্ষ্ণৌ। ৪ বলে ১ রান করে বিদায় নেন এইডেন মারক্রাম। এরপর মিশেল মার্শের সঙ্গে জুটি গড়েন নিকোলাস পুরান। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় লক্ষ্ণৌ।

দলের ১২০ রানের মাথায় থামেন পুরান। ২৬ বলে ৭০ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। দলের রান তখন ১৩৮, মার্শ আউট হন ৩১ বলে ৫২ রান করে। 

১৫ বলে ১৫ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক রিশভ পান্ত। শেষ দিকে ডেভিড মিলার ও আবদুল সামাদের ব্যাটে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে গেছে লক্ষ্ণৌ। ২৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় তারা। ৭ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন মিলার। সামাদ টিকে ছিলেন ৮ বলে ২২ রানের ইনিংস খেলে।

হায়দরাবাদের হয়ে ২ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ শামি, অ্যাডাম জাম্পা এবং হার্শাল প্যাটেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here