ম্যারাডোনার মৃত্যুর নাটকীয় মোড়, দেহরক্ষী গ্রেফতার

0

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালে না ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পরেই তার পরিবার অভিযোগ করেন চিকিৎসার অবহেলার কথা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ৭ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চলছে বিচারও।বিচারকাজ চলার সময়ই নতুন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সেই ব্যক্তি হচ্ছেন ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়া। তাকে গ্রেফতার করার কারণ হিসেবে বার্তা সংস্থা এপিসহ অনেক গণমাধ্যম জানিয়েছে, তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। গতকাল তার সাক্ষ্য নেওয়ার সময় প্রসিকিউটররা বেশ কয়েবার বাধা দেন।

আদালতে দেহরক্ষীর দাবি, ম্যারাডোনার মৃত্যুর সময় ফুটবল কিংবদন্তির ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনো কথাই হয়নি তার।

তবে তদন্তে জানা যায় মৃত্যুর আগে ও পরে লুক-কোরিয়ার মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। পরে সেগুলো প্রকাশ্যে এসেছে। অপরাধ প্রমাণিত হলে ৫ বছরের কারাদণ্ড হতে পারে কোরিয়ার। 

আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সান ইসিদরোয় বিচার কাজ চলছে। সেখানে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ৮ জনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আনিত অভিযোগে বিচার কার্যক্রম চলছে। সেই ৭ জনের মধ্যে আছেন- একজন করে নিউরোসার্জন, মনোরোগবিদ, মনোবিজ্ঞানী, মেডিক্যাল কো-অর্ডিনেটর, নার্স কো-অর্ডিনেটর, চিকিৎসক এবং রাতের বেলার নার্স। দোষী সাব্যস্ত হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here