গোপালগঞ্জে ‘ওয়াচ টাওয়ার’ উদ্বোধন

0

গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় ওয়াচ টাওয়ার উদ্বোধন করা হয়েছে। ৭১ ফিট ওয়াচ টাওয়ার নির্মাণ করতে ব্যয় হয়েছে ১০ লাখ টাকা। জেলা প্রশাসন এ ওয়াচ টাওয়ার নির্মাণ কাজ সম্পন্ন করেছে। টাওয়ারের চারিদিকে ১০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট রয়েছে। 

বুধবার আনুষ্ঠানিকভাবে এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে চারদিকে ১৫০ মিটার এলাকা আলোকিত থাকবে। আগামীতে এই ওয়াচ টাওয়ারে উচ্চক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে। শুধু একটি নয় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন আরো বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হবে এবং এতে গোপালগঞ্জবাসী নানা সুবিধা পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here