বাড়ছে দূরত্ব! এবার কোহলিকে আনফলো করলেন সৌরভ

0

দু’দিন আগে সৌরভ গাঙ্গুলীকে ইন্সটাগ্রামে আনফলো করেছিলেন বিরাট কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক এবার সেটার জবাব দিলেন। এক দিন পর সৌরভও ইন্সটাগ্রামে কোহলিকে আনফলো করে দিয়েছেন।

গত শনিবার দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফেরা হাত মেলালেও সৌরভ আর কোহলি একে অন্যের সঙ্গে করমর্দন করেননি! ওই ম্যাচেই দিল্লির ইনিংসের ১৮তম ওভারে একটি উইকেট পতনের পর ডাগ-আউটে বসা সৌরভের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাচ্ছিলেন কোহলি।

উল্লেখ্য, দু’জনের মাঝে সমস্যার শুরু সৌরভ যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, তখন থেকে। ওই সময় বিরাট কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব স্বেচ্ছায় ছাড়লেও তাকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেন সৌরভ। সাদা বলে দুই অধিনায়ক তিনি চাননি। যা নিয়ে খুবই অসন্তষ্ট হন কোহলি। তখন থেকেই তাদের মাঝে ঝামেলা। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here