নীলফামারীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

0

নীলফামারীতে দিনব্যাপী নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) দিবসের প্রথমে প্রহরে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় জেলাব্যাপী।

সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় স্বাধীনতা স্মৃতি অম্লানে। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম, পুলিশ সুপার এ,এফ,এম তারিক হোসেন খান পুষ্পমাল্য অর্পণ করেন। 

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী প্রেসক্লাব, বিএনপিসহ সরকারী বিভিন্ন দফতর, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। 

সকাল নয়টায় নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এছাড়া সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতাল, জেলা কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here