গাজীপুরের টঙ্গীতে পলিথিনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে ওয়েস্টেজ পলিথিনের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর জয় হাসান জানান, মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে ওয়েস্টেজ পলিথিনের গুদামে আগুন লাগার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।