আইসিসির এলিট প্যানেলে নতুন দুই আম্পায়ার, বাদ পড়লেন দুই অভিজ্ঞ

0

আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তরুণদের জায়গা করে দেওয়ার লক্ষ্যে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) আম্পায়ারদের নতুন এলিট প্যানেল ঘোষণা করেছে আইসিসি।

তালিকায় নতুন দুই মুখ হলেন দক্ষিণ আফ্রিকার আল্লাহুদ্দিন পালেকার এবং ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। পালেকার ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭টি টি-টোয়েন্টি এবং ওয়ার্ফ ৭ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন।

আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন মোট ১২ জন আম্পায়ার। তারা হলেন কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবোরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আল্লাহুদিন, পালেকার (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া) ও অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here