ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

0

নাড়ির টানে বাড়ি ফিরতে রাতেও ঢাকা ছাড়ছেন রাজধানীতে বাস করা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এ কারণে ভিড় দেখা গেছে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোতে। সন্ধ্যা থেকেই বাস কাউন্টারগুলোতে ছুটতে থাকে ঘরমুখো মানুষ। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় প্রতিটি বাস কাউন্টারেই উপচে পড়া ভিড় দেখা গেছে।

দূরপাল্লার বেশিরভাগ বাসেরই অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের অপেক্ষা এখন শুধু বাড়ি ফেরার নির্ধারিত বাসে চড়ার। পুরোদমে বাসে ঈদযাত্রা শুরুর প্রথম দিনে প্রায় সব গাড়িকেই সঠিক সময়ে নির্ধারিত স্টপেজ ছেড়ে যেতে দেখা যাচ্ছে। এছাড়া গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত চলাচল করা লোকাল বাসেও ভিড় লক্ষ্য করা গেছে। 

মহাখালী বাসস্ট্যান্ডের হানিফ কাউন্টারের সেলস সুপারভাইজার সোহান জানান, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বাস বাড়িয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ভাড়া অপরিবর্তিত রেখেছেন তারা। 

অন্যদিকে, ঈদ-উল-ফিতরের যাত্রাকে নিরাপদ করতে নজরদারি ও টহল বাড়িয়েছে পুলিশ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে তাদের। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here