চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ম্যাচের পর একটি ছবি শেয়ার করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এই ছবিতে তাকে এবং মহেন্দ্র সিং ধোনিকে দেখা গেছে। কোহলি যে প্রথমবার ধোনির ছবি শেয়ার করেছেন তা নয়, তবে এবার ছবির সঙ্গে কিছু ইমোজিও তিনি শেয়ার করেছেন। এই ইমোজি দিয়ে বিরাট কোহলি ভক্তদের বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।
সোমবার আরসিবি বনাম সিএসকে ম্যাচের পর দেখা যায় দুই তারকার আবেগঘন মুহূর্ত। দীর্ঘ সময় আড্ডা দিলেন দুই সাবেক ভারতীয় অধিনায়ক। ম্যাচের পর দিন সোশ্যাল মিডিয়াতেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিরাট।
কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়ে সতীর্থদের মধ্যে একমাত্র ধোনিই পাশে দাঁড়িয়েছিলেন, একাধিকবার সেই কথা উল্লেখ করেছেন বিরাট। ঘুরে দাঁড়াতে অনেক সাহায্য করেছে ধোনির পরামর্শ, কিং কোহলির এমনটাই স্বীকারোক্তি ছিল। সোমবারেও দেখা গেল, ম্যাচের পর মন দিয়ে ধোনির কথা শুনছেন বিরাট।
সোমবারের ম্যাচের পরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন কিং কোহলি। ধোনিকে জড়িয়ে ধরেছেন, সেই ছবিটি পোস্ট ছোট্ট একটি ক্যাপশন লিখেছেন। লাল ও হলুদ রঙের দু’টি হার্ট ইমোজির মধ্যে যোগ চিহ্ন দিয়েছেন। এই দুই হৃদয়ের যোগফল হলো ভারত ও এমএস ধোনি, এমনটাই লিখেছেন ক্যাপশনে।