বৈঠকের পর যৌথ বিবৃতিতে যা বললেন শি জিনপিং-আলেকজান্ডার লুকাশেঙ্কো

0

চীনের নেতা শি জিনপিং এবং বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনে যুদ্ধবিরতি এবং সংঘাতের রাজনৈতিক নিষ্পত্তির জন্য আলোচনার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছেন।

যৌথ আহ্বানটি গত সপ্তাহে জারি করা বেইজিংয়ের ১২ দফা শান্তি পরিকল্পনা সমর্থনের মতো। চীনের ওই ১২ দফায় জাতীয় সার্বভৌমত্ব এবং ‘আঞ্চলিক অখণ্ডতার’ প্রতি সম্মান জানাতে বলা হয়। যদিও ১২ দফায় বলা হয়নি,  আক্রমণের পর রাশিয়া যে অঞ্চলগুলো দখল করেছে, তাদের কী হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রসঙ্গে শি জিনপিং বলেন, প্রাসঙ্গিক দেশগুলোর উচিত রাজনীতিকরণ বন্ধ করা এবং বিশ্ব অর্থনীতিকে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার বন্ধ করা। এমন ব্যবস্থা গ্রহণ করা উচিত যা সত্যিই যুদ্ধবিরতিকে অগ্রসর করে এবং যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণভাবে সংকট সমাধান করে।

বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন ‘ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের বিষয়ে চীনের অবস্থান এবং প্রস্তাব’ এর সাথে তার দেশ সম্পূর্ণ একমত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here