বিসিবির জরুরি বোর্ড সভা স্থগিত

0

বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। তামিম হুট করে অসুস্থ হয়ে পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত জরুরি সভা স্থগিত করেছে।

সোমবার দুপুরে বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমাম জানান, তামিমের অসুস্থতার খবর পেয়ে আমরা এখন সেদিকে যাচ্ছি। এজন্য সভা স্থগিত করা হয়েছে। 

জরুরি বোর্ড সভায় টি-টোয়েন্টি ও বাকি দুই সংস্করণে অধিনায়ক কে থাকবেন, তা নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল। সভার আলোচ্য বিষয়ের মধ্যে ছিল-নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র, নির্বাচক হান্নান সরকার চলে যাওয়ায় তার স্থানে নতুন নির্বাচক, বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ভাগ, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ও প্রধান কোচ ফিল সিমন্সকে নিয়ে সিদ্ধান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here