পুতিনেরে প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্পের দূত

0

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউরোপিয়ান নেতাদের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন। 

স্টারমার ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। কিন্তু উইটকফ তা উড়িয়ে দিয়েছেন। বলেছেন, আন্তর্জাতিক বাহিনী গঠনের জন্য যে পরিকল্পনা নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইউরোপিয়ান নেতারা, তাতে তারা মনে করেছেন ‘আমাদের সবাইকে উইনস্টন চার্চিলের মতো হতে হবে।

ট্রাম্পের দূত বলেছেন, পুতিনকে খারাপ মানুষ বলে মনে করি না। তিনি সুপার স্মার্ট।

ট্রাম্পপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সেই সাথে পুতিনের প্রতি নিজের ভালো লাগার কথাও প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেন, চারটি অঞ্চলই এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডনবাস, ক্রিমিয়া কী জানি নাম, আপনি তো জানেনই এবং আরও দুটি অঞ্চল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here