নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল পাকিস্তান

0

নিউজিল্যান্ডের কাছে চতুর্থ টি-টোয়েন্টিতে ১১৫ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হারল পাকিস্তান। এতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

রবিবার মাউন্ট মঙ্গানুইয়ে ২২০ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১০৫ রানে অলআউট হয় পাকিস্তান।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৮ রানে ফিরে পাকিস্তানকে বিপদে ফেলেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ। সর্বশেষ ম্যাচে পাকিস্তানের হয়ে সংক্ষিপ্ত সংস্করণের দ্রুততম সেঞ্চুরিয়ান হাসান নওয়াজ আজ আউট হয়েছেন এক রানে। তার আগে ২ রানে ফেরেন আরেক ওপেনার হারিস।

শুরুর সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি পাকিস্তান। দেখতে না দেখতেই দলটির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পড়ে, ৫৬ রানে ৮ উইকেট হারিয়ে। তখন শঙ্কা জেগেছিল সিরিজে আরেকবার ১০০ রানের নিচে অলআউট হওয়ার।

প্রথম ম্যাচে ৯১ রানে অলআউট হয়েছিল তারা। তবে সেই শঙ্কা দূর করেন আব্দুল সামাদ। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় সর্বোচ্চ ৪৪ রান করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here