এবারের পয়লা বৈশাখে ভিন্ন আঙ্গিকে শোভাযাত্রা হবে : সংস্কৃতি উপদেষ্টা

0

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সব সংস্কৃতিকে এক জায়গায় এনে এবার একটি বৈশাখের অনুষ্ঠান হবে। আগে শুধুমাত্র বাঙালিরা ছিল মঙ্গল শোভাযাত্রায়। বাকি জাতিগোষ্ঠী ছিল না। তবে এবারের শোভাযাত্রা শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। 

রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রাটা ভিন্ন আঙ্গিকে হবে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি হবে না সেটি আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষ্ঠানে সিদ্ধান্ত হবে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না। 

ইউনেস্কো শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছিল বলেও জানান তিনি। 

ফারুকী বলেন, এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে এমন কোনো নির্দেশনা থাকবে না। তবে কতক্ষণ চলবে সেটি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

তিনি জানান, এবারের বৈশাখের দিন (১৪ এপ্রিল) সংসদ ভবনের সামনে সন্ধ্যায় ড্রোন শো’র আয়োজন হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

এদিকে, ঢাবি ভিসি বলেছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর একটা নিজস্বতা, ঐতিহ্য এবং ঐক্য আছে। সেই নিজস্ব ঐতিহ্য এবং ঐক্য ধরে রেখে এবারের পয়লা বৈশাখ উদযাপন হবে। সবার ঐতিহ্য এবং রেওয়াজের মিশ্রণে এবার বৈশাখ হবে। ভিন্ন প্রেক্ষাপটে এবারের উৎসব হবে সব জাতিগোষ্ঠীকে একত্রিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here