বেঙ্গালুরুকে ১৭৫ রানের টার্গেট দিলো কলকাতা

0

আইপিএলের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৭৫ রানের টার্গেট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে বেঙ্গালুরু। 

ওপেনার কুইন্টন ডি’কক সুবিধা করতে না পারলেও কলকাতার হাল ধরেছিলেন আরেক ওপেনার সুনীল নারিন। তিনি ২৬ বলে ৪৪ রান করেন। তাকে সঙ্গ দেন তিনে নামা অধিনায়ক আজিঙ্কা রাহানে। ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি।

তবে এরপর কলকাতার আর কোনো ব্যাটার টি-টোয়েন্টি সুলভ ব্যাট করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান তুলতে কলকাতার খোয়া গেছে ৮ উইকেট।

তিন বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি আরসিবি। দু’দলেই এবার বেশ কিছু পরিবর্তন হয়েছে। নতুন অধিনায়কের নেতৃত্বে খেলছে উভয় দল।

ব্যাঙ্গালুরুর প্রথম একাদশে আছেন, বিরাট কোহলি, ফিল সল্ট (উইকেটরক্ষক), রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রণাল পাণ্ড্য, রাসিখ সালাম, সুযশ শর্মা, জস হ্যাজলউড, যশ দয়াল।

কেকেআরের প্রথম একাদশ সাজানো হয়েছে কুইন্টন ডিকক (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিংহ, অঙ্গকৃশ রঘুবংশী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, স্পেনসার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীকে নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here