সিরাজগঞ্জের রায়গঞ্জে চাচা-ভাতিজা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র্যাব-১২ সদস্যরা রায়গঞ্জ উপজেলার বৈকণ্ঠপুর গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রায়গঞ্জ উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের সুরুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (২৫), একই গ্রামের আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাক শেখের ছেলে ফেরদৌস শেখ (১৮)।
শনিবার সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার সকালে বৈকণ্ঠপুর গ্রাম থেকে চাচা-ভাতিজা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। রাতে তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এরপর রাতেই জিজ্ঞাসাবাদের জন্য সিরাজগঞ্জ ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়ে নেয়।
প্রসঙ্গত, ১৬ মার্চ রাতে বৈকণ্ঠপুর গ্রামের বদিউজ্জামানের শেখের ছেলে নির্মাণ শ্রমিক রিয়াজ উদ্দিন শেখ (২১) ও তোতা শেখের ছেলে নির্মাণ শ্রমিক হৃদয় শেখ (১৮) নিখোঁজ হয়। তারা সর্ম্পকে চাচা ভাতিজা। ৪দিন পর ২০ মার্চ বিকালে বৈকণ্ঠপুর ব্রিজের নীচে কচুরিপানার মধ্য থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রিয়াজ উদ্দিনের বড় ভাই আল আমিন শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।