‘ক্যানভাস’ ও ‘অডিও ওভারভিউ’ সুবিধা যুক্ত হলো জেমিনি চ্যাটবটে

0

আরও সহজে গবেষণা, কনটেন্ট ও সফটওয়্যার তৈরিসহ দলগতভাবে বিভিন্ন কাজের সুবিধার জন্য নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে ‘ক্যানভাস’ ও ‘অডিও ওভারভিউ’ নামের দুটি সুবিধা যুক্ত করেছে গুগল।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমরা আজকে জেমিনি অ্যাপে “ক্যানভাস” ও “অডিও ওভারভিউ” সুবিধা চালু করছি। অডিও ওভারভিউর মাধ্যমে নথি, স্লাইড ও গবেষণা প্রতিবেদনকে পডকাস্টের মতো করে শোনার সুবিধা মিলবে। আর ক্যানভাসের সাহায্যে দ্রুত প্রোটোটাইপ তৈরি করা যাবে। জেমিনিতে রিয়েল টাইমে সম্পাদনার সুযোগ পাওয়া যাবে।’

গুগলের তথ্যমতে, ক্যানভাস সুবিধাটি মূলত লেখালেখি ও প্রোগ্রামের কোড লেখার কাজ সহজ করতে তৈরি করা হয়েছে। এটি একটি ইন্টার–অ্যাকটিভ টুল, যেখানে ব্যবহারকারীরা রিয়েল টাইমে নথি বা কোড লিখতে, সম্পাদনা করতে ও দ্রুত খসড়া তৈরি করতে পারবেন। গুগল ডকুমেন্টসে এক্সপোর্ট করার সুবিধা থাকায় এটি দলগত কাজ ও শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে।

অডিও ওভারভিউ সুবিধাটি নথি, স্লাইড ও গবেষণা প্রতিবেদনকে পডকাস্টের মতো অডিও কনটেন্টে রূপান্তর করতে পারে। এই সুবিধা ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের নির্দিষ্ট ফাইল আপলোড করতে হবে। এরপর জেমিনি সেই ফাইলের সারসংক্ষেপ তৈরি করে একটি অডিও ওভারভিউ দেবে, যা ব্যবহারকারীরা চলতি পথে শুনতে পারবেন। প্রাথমিকভাবে অডিও ওভারভিউ সুবিধাটি শুধু ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here