বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম ইউনিয়নের ভাজাবুনিয়া গ্রামের চিতারখূম সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ জাহাঙ্গীর (২০), ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে উদ্ধার করে পার্শ্ববর্তী উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) জাফর ইকবাল জানান, আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন, তার বাম পায়ে দুটি গুলি লেগেছে।
আহতের পরিবার বলছে, জাহাঙ্গীর সীমান্ত সংলগ্ন এলাকায় চাষাবাদের জমিতে পানি দিতে গিয়েছিলেন।
তবে স্থানীয় একটি সূত্রের দাবি, যে এলাকায় জাহাঙ্গীর আহত হয়েছেন সেখানে সীমান্তের চোরাকারবারিদের আনাগোনা আছে।
অন্যদিকে, মিয়ানমার অংশের পুরো সীমান্ত এলাকায় নিজেদের নিয়ন্ত্রণের কথা জানিয়ে আসছে রাখাইনে জান্তার সঙ্গে লড়াই অব্যাহত রাখা বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।
গত বছরের ফেব্রুয়ারিতে বিদ্রোহী গোষ্ঠীটি ঘুমধুম সীমান্তের ওপারে থাকা জান্তার অধীন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের দুটি বর্ডার অবজারভেশন পোস্ট দখল করে।
এছাড়া, সীমান্তের মিয়ানমার অংশে বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার তথ্যও পাওয়া যায়। কাদের ছোঁড়া গুলিতে ওই যুবক আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।