কুমিল্লায় চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, ভারতীয় নাগরিক গ্রেফতার

0

কুমিল্লার দাউদকান্দিতে চকলেট দেখিয়ে এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম তাজিনদার সিং (৫০)। তিনি ভারতের লুধিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড় জেলার বাসিপাঠানা গ্রামের পাল সিংয়ের ছেলে। দাউদকান্দি উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের এক ব্যক্তির ভাড়াটিয়া বাসায় এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

শুক্রবার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন যাবৎ উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। সেই সুবাদে সিংগুলা গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যান। ঘরে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয়। বিষয়টি অপর একটি শিশু দেখে তার মাকে খবর দেয়। শিশুটির মায়ের আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিংকে আটক করেন। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্তকে থানায় নিয়ে আসেন। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here