নতুন আত্মজীবনীতে ‘সবচেয়ে ব্যক্তিগত’ কিছু স্মৃতি প্রকাশ করতে যাচ্ছেন মালালা

0

বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই নতুন আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন। মালালা জানিয়েছেন, নতুন বই নিয়ে কাজ করছেন তিনি। আর এই আত্মজীবনীতে খুব ব্যক্তিগত কিছু স্মৃতি থাকবে যা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।

মালালা ইউসুফজাই তার অফিশিয়াল সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালালা এ বিষয়ে লেখেন, ‘আমার নতুন বই নিয়ে কাজ করছি এটা জানাতে পেরে আমি খুব উল্লসিত।’

নতুন আত্মজীবনীর ঘোষণায় মালালা বলেছেন, বিগত কয়েক বছর তার জীবনে অনন্য সাধারণ কিছু রূপান্তর ঘটেছে। এতে তিনি স্বাধীনতার স্বাদ খুঁজে পাওয়া, অংশীদারিত্ব এবং সর্বপারি নিজেকে খুঁজে পেয়েছেন। 

মালালার বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে ডিগ্রি রয়েছে। তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার আসের মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সূত্র: জিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here