ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠন

0

ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির নতুন গঠন করা হয়েছে। এতে নিউজ টুয়েন্টিফোরের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখনজীকে সভাপতি এবং জিটিভি প্যারিস প্রতিনিধি মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও টিভিএন টুয়েন্টিফোর টিভির ফ্রান্স প্রতিনিধি শেখ সামিরাকে সাংগঠনিক সম্পাদক করে ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।
 
প্যারিসের অদূরে ক্যাথসীমার স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের পরে প্রেস ক্লাবের সদস্যের প্রাণবন্ত উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দীর্ঘ আলোচনার পর এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের আগে ফেরদৌস করিম আখন্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির।

নবনির্বাচিত সভাপতি  ও সম্পাদক খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দ্বায়িত্ব দেয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান বাবু,
ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, বিসিএফ সাধারণ সম্পাদক নজমুল কবির,
ইউরো বাংলা প্রেসক্লাবের ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, ফ্রান্স বিডিনিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক সাইফুল ইসলাম রনি, ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু, প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি আবদুল আজিজ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক নয়ন মামুন, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কাউসার আহমেদ, সদস্য ইরফান আলী পাঠান প্রমুখ।

পরে নির্বাচিত নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রবাসীদের মুখপাত্র হয়ে আগামীতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তারা প্রবাসীদের সুখ দুঃখে পাশে থেকে কাজ করার জন্য বিগত দিনের মত প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here