যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা দেশের শত্রু : শামা ওবায়েদ

0

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘যারা জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায় তারা দেশের শত্রু, জনগণের শত্রু। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের সাথে যারা জড়িত রয়েছে তারা দেশ ও জাতির শত্রু।

বুধবার বিকেলে স্থানীয় অম্বিকা ময়দানে আয়োজিত জেলা যুবদলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, স্বৈরাচার হাসিনা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। দেশের জনগণ বিএনপিকে দেশ শাসনের দায়িত্ব দিলে আমরা সকল প্রতিষ্ঠানকে ঢেলে সাজাবো, যাতে করে দেশে আইনের শাসনের প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার কায়েম হয়।

তিনি বলেন, আজকে দেশের নারীরা নিরাপদ নয়, তারা বিভিন্ন স্থানে অত্যাচারিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। কারণ দেশে আইনের শাসন নেই। আমরা মনে করি দেশে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে উত্তোরণের জন্য দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here