আইটেল পাওয়ার ৭০

0

আইটেলের নতুন স্মার্টফোন আইটেল পাওয়ার ৭০। ফোনটিতে রয়েছে ৬,০০০ এমএএইচ বিল্ট-ইন ব্যাটারি এবং ৪,০০০ এমএএইচ পাওয়ার কেস, যা একত্রে ১০,০০০ এমএএইচ পাওয়ার সাপোর্ট নিশ্চিত করে।

ফোনটি ২৫ ঘণ্টা অনলাইন ব্রাউজিং, ১৬২ ঘণ্টা গান শোনা এবং ৪৮ ঘণ্টা লাইট গেমিং উপভোগ করতে পারবেন। সাথে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। এর আইপি৫৪ রেটেড ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা রয়েছে।

হেলিও জি ৫০ আল্টিমেট প্রসেসরের ফোনটিতে ১২ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানোর সুবিধা রয়েছে আর স্টোরেজ ১২৮ জিবি। এছাড়া রয়েছে ৬.৬৭ ইঞ্চি এইচডি+সানসাইন ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৯৩% স্ক্রিন-টু-বডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here