গাজায় হামলার মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্তি চাইল ভারত

0

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় গাজায় নারী-শিশুসহ শত শত মানুষের মৃত্যুতে বিশ্বের সব প্রান্তের মানুষ যখন শোকস্তব্ধ, তার মধ্যেই গাজায় থাকা জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ভারত। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 

জিম্মি মুক্তির পাশাপাশি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতি পোস্ট করে গাজার জনগণের জন্য ‘মানবিক সহায়তা সরবরাহের’ আহ্বানও জানিয়েছেন। এক্সে পোস্ট করা বিবৃতিতে তিনি আরও বলেন, গাজার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। সব জিম্মিকে মুক্তি দেয়া গুরুত্বপূর্ণ। আমরা গাজার জনগণের জন্য মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখারও আহ্বান জানাই। 

এদিকে, গাজা উপত্যকায় ফের হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত দুদিন ধরে বিমান হামলা চলছে। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এরই মধ্যে গাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here