আগামী ২২ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর। পরদিনই মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। তবে এই ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই খেলতে হবে মুম্বাইকে। হার্দিক পান্ডিয়ার জায়গায় মুম্বাইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
আগামী রবিবার (২৩ মার্চ) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে স্বাগতিক চেন্নাই সুপার কিংস। নিষেধাজ্ঞায় কারণে এই ম্যাচে মুম্বাই পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। মুম্বাইয়ের অধিনায়ক এই শাস্তি পাচ্ছেন মূলত গত মৌসুমের ভুলের মাশুল হিসেবে। সেই মৌসুমে মুম্বাইয়ের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মুম্বাই কাপ্তান।
হার্দিকের অবর্তমানে চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব। বুধবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে হার্দিক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। হার্দিক বলেন, ‘সুর্যকুমার যাদব ভারতকেও নেতৃত্ব দিয়েছেন। সে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন।’