পিরোজপুরের সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমানের ও তার স্ত্রী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সামলা রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার পিরোজপুর দুদক সমন্বিত কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিরোজপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুর জেলা পরিষদের সাবেক জেলা চেয়ারম্যান সালমা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৮০ লাখ এক হাজার ২৮৯ টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগ রয়েছে। তাই দুর্নীতি দমন কমিশন আইনের পিরোজপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৪/২০২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তিন কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৯৩৪ টাকা মূূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগ রয়েছে। তাই দুর্নীতি দমন কমিশন আইনের পিরোজপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৩/২০২৫)।
পিরোজপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানান, মুজিবুর রহমান ও তার স্ত্রী সালমা রহমানের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত শেষে প্রধান কার্যালয়ের নির্দেশে মামলা দুটি দায়ের করা হয়েছে।