ভাবনার ‘মিশন মুন্সিগঞ্জ’

0

ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। এবারের সিরিজের নতুন পর্বের নাম- ‘মিশন মুন্সিগঞ্জ’। এবার ছোটকাকু পরিচালনা করছেন অনিমেষ আইচ। নির্মাতা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার-টু’। 

এটিতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।  ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে প্রথম পর্ব। ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে উপভোগ করবেন দর্শক। 

ছোটকাকু সিরিজের ‘মিশন মুন্সিগঞ্জ’-এর গল্প এমন- দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় খুন হলেন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে একজন চিকিৎসক, তৃতীয় খুনটা হলো ফেনীতে, একজন রাজনীতিবিদ। অদ্ভুত ব্যাপার হলো, তিনজনই এক সময় মুন্সীগঞ্জে ছিলেন। এসব খুনের রহস্য উদ্ঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সীগঞ্জে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here