‘মানুষ পাকিস্তানের হার দেখার অপেক্ষায় থাকেন’

0

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরেছে পাকিস্তান। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ল সফরকারীরা।

হারের পর সংবাদ সম্মেলনে পেসার হারিস রউফ বলেন,‘সবারই নিজস্ব মতামত আছে এবং সেসব তারা বলতেই পারেন। কিন্তু পাকিস্তান ক্রিকেটে সমালোচনা রুটিন হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের সমালোচনা করাটা এখন খুব সাধারণ ব্যাপার। এই সিরিজে তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া হয়েছে। দলের বাকিদের দেখলে বুঝবেন, তরুণদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘তরুণদের ১০-১৫ ম্যাচ সুযোগ দেওয়া হয়। এটা না বললেও চলে যে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণে সবাইকেই ভুগতে হয়। পাকিস্তানে এখন এটা খুবই সাধারণ বিষয় যে মানুষ আমাদের হার দেখার অপেক্ষায় থাকেন।’

রউফ স্বীকার করেছেন যে নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলেছে এবং পাকিস্তানের বোলারদের ভুগিয়েছে, ‘নিউজিল্যান্ডের ব্যাটারদের খেলা কিছু শট ছিল আমাদের বোলারদের জন্য দুর্ভাগ্যজনক। এমনকি ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া বলও ছক্কা হয়েছে।’ ৩১ বছর বয়সী এই পেসার এর কারণ হিসেবে মাঠে প্রচুর বাতাস এবং ছোট সীমানার কথা বলেছেন।

এই সিরিজের আগে সালমান আগার কাঁধে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের ভার অর্পণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দায়িত্ব নেওয়ার পর সালমান ‘ভয়ডরহীন ক্রিকেট’ খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচে পাকিস্তানের খেলায় ব্যাপারটা সেভাবে চোখে পড়েনি। প্রথম ম্যাচে ৯১ রানে অলআউট হওয়ার পর আজ বৃষ্টিবিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৩৫ রান তুললেও নিউজিল্যান্ড জিতেছে ১১ বল হাতে রেখে।

হারের পর পাকিস্তান ক্রিকেট নিয়ে দেশটির মানুষের সমালোচনা মোটেও নতুন কিছু নয়। আগেও হয়েছে, এখনো হচ্ছে ও ভবিষ্যতেও হবে। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর ছয় দিনের মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও এখন টি-টোয়েন্টি সিরিজ হারের মুখে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে হাসান নেওয়াজ, ইরফান খান, জাহানদাদ খান ও আবদুল সামাদের মতো তরুণদের এ সংস্করণে সুযোগ করে দিয়েছেন নির্বাচকেরা।

তরুণ ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়ায় গুরুত্ব দিয়েছেন রউফ। তার মতে, আন্তর্জাতিক ম্যাচে তরুণদের নিজেদের প্রমাণে ১০-১৫ ম্যাচ সুযোগ দেওয়া উচিত। এরপর ধীরে ধীরে তাঁরা সেরাদের কাতারে উঠে আসবেন। কিন্তু তার আগেই সমালোচনাটা ঠিক মেনে নিতে পারছেন না। এই পেসারের মতে, পাকিস্তানি জনগণের একটি অংশই আছে, যারা সমালোচনা করতে জাতীয় দলের হার দেখার অপেক্ষায় থাকে।

অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় ম্যাচটি হবে আগামী শুক্রবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here