আর্জেন্টিনার কোপা জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য রদ্রিগেজের

0

টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া গেল বছরের জুলাইয়ে কোপা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ গোলশূন্য ড্র থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শেষমেষ ১১২ মিনিটে ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের পা থেকে জয়সূচক গোলটি পায় আর্জেন্টিনা। সে ম্যাচের পর পেরিয়ে গেছে প্রায় আট মাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার সে জয়ের সামনে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সেই ফাইনালে রেফারির দায়িত্বে ছিলেন ব্রাজিলিয়ান রাফায়েল ক্লাউস। তার বিরুদ্ধেই পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন রদ্রিগেজ।

‘লস আমিগোস দে এডু’ নামের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে একসময় রিয়াল মাদ্রিদে খেলা এই মিডফিল্ডার বলেন, ‘কোপা আমেরিকায় দারুণ একটা টুর্নামেন্ট কাটিয়েছি আমরা। তবে বাইরের কিছু বিষয় আমাদের শিরোপা জিততে দেয়নি। আর্জেন্টিনাকে সহায়তা করেছেন রেফারি। আমাদের স্পষ্ট একটি পেনাল্টি দেওয়া হয়নি। এটা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারত।’

রদ্রিগেজের এমন অভিযোগ নিয়ে কনমেবল, রেফারি ক্লস বা আর্জেন্টিনার কোনো ফুটবলার এখনো কোনো মন্তব্য করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here