ইতালি ফিরে গেছেন ফাহমিদুল, যা বললেন বাফুফে কোচ

0

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়ার পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরাও তাকে নিয়ে আশাবাদী ছিলেন। তবে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প শেষ হওয়ার পর বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি এই তরুণ ফুটবলার। জানা গেছে, তিনি ইতালিতে ফিরে গেছেন।

রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় পৌঁছালেও ফাহমিদুল ছিলেন না দলের সঙ্গে। বয়সের কারণে কোচ কাবরেরা তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে সরিয়ে রেখেছেন। তবে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা এই মিডফিল্ডার এখনও বাফুফে’র নজরদারিতে রয়েছেন।

ফাহমিদুলের ফিরে যাওয়ার বিষয়ে দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সে ইতালি ফিরে গেছে এবং আপাতত দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে তার বয়স কম, এবং সে এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়নি। তাকে আরও সময় দিতে হবে।’

এদিকে, বাংলাদেশ দলের জন্য আরও একটি দুঃসংবাদ হলো, ইনজুরির কারণে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে খেলা হবে না সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহের।

শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here