ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ টি পরিবারের ৮ টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে ওই গ্রামের কৃষক ইবাদত হোসেনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই গ্রামের ৯ টি পরিবারের ৮ টি বসতঘর।
ঘরগুলোর মধ্যে থাকা নগদ টাকা, আসবাবপত্র, কাপড়, ফসলসহ মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। বর্তমান ওই ৯ টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।