ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যোগ দিলেন মোদি

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বহু দিন ধরেই নিজের এই সামাজমাধ্যমে সক্রিয় ট্রাম্প। রবিবার রাতে নিজের ‘ট্রুথ’ হ্যান্ডল থেকে নরেন্দ্র মোদির সাড়ে তিন ঘণ্টার একটি সাক্ষাৎকার শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর সোমবারই ট্রাম্পের সেই মাইক্রোব্লগিং সাইটে নিজের একটি অ্যাকাউন্ট খোলেন মোদি। প্রথমেই তাতে ট্রাম্পের নিজের যৌথ কর্মসূচির একটি ছবি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী।

পোস্টে মোদি লিখেছেন, “ট্রুথ সোশ্যালে থাকতে পেরে আমি আনন্দিত! এখানকার সব উৎসাহী কণ্ঠস্বরের সঙ্গে আলাপচারিতা এবং আগামী দিনে অর্থপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

২০২২ সালে ট্রুথ সোশ্যাল চালু করেন ট্রাম্প। ২০২১ সালে মার্কিন ক্যাপিটলে হামলার পর ফেসবুক এবং এক্স-এর মতো প্রধান সাইটগুলো থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপরই তিনি নিজের মাইক্রোব্লগিং সাইট তৈরি করেন। সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here