দিল্লিতে নতুন ভূমিকায় ডু প্লেসিস

0

আইপিএলের আসন্ন আসরের আগে শেষ দল হিসেবে অধিনায়কের নাম ঘোষণা করেছিল দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার অক্ষরের ডেপুটিও ঠিক করে ফেলেছে তারা। দলটির সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন ফাফ ডু প্লেসিস।

গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ডু প্লেসিস। গত আসরে দলটিকে নেতৃত্ব দিলেও এবার মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। আর নিলাম থেকে এই প্রোটিয়া ব্যাটারকে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভেড়ায় দিল্লি।

ডু প্লেসিস বেশ অভিজ্ঞ হলেও তাকে অক্ষরের সহকারী হিসেবেই রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অক্ষরকে অধিনায়কের দায়িত্ব দিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরণ কুমার গান্ধী বলেছেন, ‘অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নিযুক্ত করতে পেরে আমরা আনন্দিত। ২০১৯ সাল থেকে তিনি দিল্লি দলের গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। এই দল যে মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, অক্ষর তারই প্রতীক।’

‘গত দুই আসরে অক্ষর আমাদের সহ-অধিনায়ক ছিলেন। এই সিদ্ধান্ত নেতা হিসেবে তার অগ্রগতির প্রতিফলন। অক্ষরের প্রতি আমাদের কোচিং স্টাফসহ দলের সবার আস্থা রয়েছে। অক্ষরকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন।’-যোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here