মানসিক প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

0

বান্দরবানের লামায় মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মো. ছিদ্দিকুর রহমান (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার আজিজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৭ মার্চ) রাতে বান্দরবান জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ভিকটিমের ছেলে ও ছেলের স্ত্রী কাজে যাওয়ার সুযোগে ভিকটিমকে ফুসলিয়ে বাড়ির পেছনের ঝিরিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ছিদ্দিকুর রহমান।

পরে ভিকটিমের নাতি বিষয়টি ভিকটিমের পুত্রবধূকে জানায়। সবকিছু নিশ্চিত হয়ে ভিকটিম পরিবারের পক্ষ থেকে লামা থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম জানান, সোমবার (১৭ মার্চ) আসামি মো. ছিদ্দিকুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়।

এসময় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here